# মোস্তাফিজ আমিন :-
ভৈরবে শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেছে রোটারি ক্লাব। আজ ২১ জানুয়ারি শনিবার সকালে স্থানীয় রাজকাচারি চত্বরে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, এতিমখানার শিশু, বীরমুক্তিযোদ্ধা, মসজিদ-মন্দিরের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ অসহায় দরিদ্রদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
কম্বল বিতরণের আগে ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব আসাদুজ্জামান জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাবেক একান্ত সচিব অধ্যাপক লুৎফুজ্জামান ফুলু, ভৈরব চেম্বারের সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ূন কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, জেলা পরিষদের প্যানেল-চেয়ারম্যান জাকির হোসেন কাজল।
সেক্রেটারি রোটারিয়ান বশীর আহমেদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শ্রী দুলাল চন্দ্র সাহা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব সারা বছরই ভৈরবে নানামূখি সেবামূলক কাজ করে থাকে। বিশেষ করে হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে খাদ্য-বস্ত্রসহ নগদ অর্থ সহায়তা করে আসছে। যা খুবই প্রশংসার দাবি রাখে।
রোটারি ক্লাবের মতো এরূপ সহায়তা নিয়ে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের ধনীশ্রেণিসহ সেবামূলক সংগঠনগুলির প্রতি আহ্বান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :