# মোস্তাফিজ আমিন :-
ভৈরবে ১শ কেজি গাঁজাসহ হাসান মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুর দেড়টার দিকে শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের পিছন মিয়ার ছেলে।
র্যাব জানায়, আজ শনিবার দুপুর দেড়টার দিকে সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসানকে আটক করে।
এ সময় তাকে বহরণকারি মাইক্রোবাসে তাল্লাশী করে ৪৮টি বান্ডিলে মোট ৯৯.৫ কেজি গাঁজা ও নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পাচার কাজে ব্যবহার করা মাইক্রোবাসটি।
হাসান দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা দেশের অভ্যন্তরে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে বলে জানায় র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।
আপনার মতামত লিখুন :