ভৈরবে শোবার ঘরে মিললো বিপুল পরিমাণ গাঁজা, আটক-১


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৩, ২:১৬ অপরাহ্ন /
ভৈরবে শোবার ঘরে মিললো বিপুল পরিমাণ গাঁজা, আটক-১

# এম.আর রুবেল :-
ভৈরবে শোবার ঘরের খাটের নিচে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখে বিক্রির সময় পুলিশ হাতে নাতে আটক করেছে এক মাদক বিক্রেতাকে। এসময় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক বিক্রেতার নাম মো. এনামুল হক (৩০), সে ভৈরব পৌর এলাকার চ-িবের দক্ষিণ পাড়ার মো. কুদ্দুস ভূঁইয়ার ছেলে। এবিষয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানান, ২০ ফেব্রুয়ারি সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এসআই উসমান গণির নেতৃত্বে অন্যান্য পুলিশ অফিসার শহরে চ-িবের মোল্লা বাড়ির হান্নান মিয়ার ভাড়াটিয়া এনামুল হক তার শয়ন কক্ষে গাঁজা মজুদ রেখে কৌশলে বিক্রি করতো। সোমবার গাঁজা বিক্রির সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন ভৈরব থানার এসআই আব্দুর রহমান, এসআই নাজমুল আলম, এসআই মাহবুব উল্লাহ সরকার, পুলিশ সদস্য আজাদ ও নাছির।
এবিষয়ে অভিযান পরিচালনাকারী ভৈরব থানার এসআই উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি এনামুল হককে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের পর আসামিকে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।