# সৈয়দ ইশতিয়াক আহমেদ শৈভিক :-
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে ছিল র্যালি ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভেটেনারি সার্জন ডা. সাইফুল আজম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন পল্লী সমাজ সমিতির সভাপতি জয়া রানী, স্বরচিত কবিতা আবৃত্তি করেন উপজেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক ফারহানা বেগম লিপি।
পরে উপজেলা কমপ্লেক্সের বঙ্গবন্ধু হল রুমে মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভ্যাটেরিনারী সার্জন ডা. সাইফুল আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফ্ফাত জাহান ত্রপা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আফজাল হোসেন মোল্লা, কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া, গজারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শাহরিয়ার, সাদেকপুর ইউপি চেয়ারম্যান সরকার শাফায়েত উল্লাহ, শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া রিপন, শিবপুর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, আগানগর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলিবদন তৈয়বা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, চাকরি থেকে শুরু করে এখন সমাজে সকল ক্ষেত্রে নারীরা ভালো অবস্থানে রয়েছে, নারীরা বসত ঘরেই হোক আর কর্মস্থলেই হোক। এখন নারীরা সমানতালে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ সেবাসহ সব জায়গাতেই নারীরা অগ্রণী ভূমিকা রাখছে।
এ সময় বক্তারা বলেন, নারীরা আজো অবহেলিত। তাই নারীদের অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়া নারী জাগরনের অগ্রদূত। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে চাকরি, পড়া-শোনাসহ সর্বত্র অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
আপনার মতামত লিখুন :