আনন্দঘন উৎসব মুখর পরিবেশে ভৈরবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন


admin প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ৯:৫৮ পূর্বাহ্ন /
আনন্দঘন উৎসব মুখর পরিবেশে ভৈরবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

# মিলাদ হোসেন অপু :-
আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে ভৈরবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ রোববার দিনব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিনটি উদযাপন করা হয়। এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক উদ্যোগ। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সকাল ৬টা ১ মিনিটে ভৈরব পৌর বাসস্ট্যান্ড দুর্জয় পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা ভাইস-চেয়ারম্যান আল মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, ভৈরব থানা পুলিশের পক্ষে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব পৌরসভার পক্ষ থেকে প্যানেল মেয়র মমিনুল হক রাজু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ভৈরব মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব প্রেসক্লাব এর পক্ষ থেকে সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার পক্ষ থেকে এসএম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ভৈরব আওয়ামী লীগ ও বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ১০টায় ভৈরব আইভি রহমান পৌর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ, প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১১টা ৩০মিনিটে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন উপহার প্রদান করা হয়। সকাল ১২টা ৩০মিনিটে বিনা টিকিটে মধুমতি ও দরশন সিনেমা হলে মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করেন।
বাদ যোহর বা সুবিধামত সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। বেলা ১২টায় উপজেলা বঙ্গবন্ধু হল রুমে উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা সভা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহণে, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী করে সমাপনী অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে দিনব্যাপী আয়োজন সমাপ্ত করা হয়। এসময় আলোচনা সভায় বক্তারা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন-২০৪১’ বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দিনটি উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে ভৈরব উপজেলা পরিষদ, ভৈরব পৌরসভা, র‌্যাব-১৪ ভৈরব কার্যালয়, ভৈরব থানা, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।