ভৈরবে বিপুল পরিমাণ মাদকসহ কারবারি আটক


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৩, ৯:২৫ পূর্বাহ্ন /
ভৈরবে বিপুল পরিমাণ মাদকসহ কারবারি আটক

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব থেকে ২শ ৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেন্সিডিল, ২শ ৯ বোতল স্কাফ এবং ৩৫ বোতল বিদেশী মদ’সহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সদস্যরা। ৭ এপ্রিল মধ্যরাতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি হলেন পৌর শহরের চণ্ডিবের দক্ষিণ পাড়া এলাকার আব্দুল মন্নাফের ছেলে আমির হামজা উরুফে বাঘা বাবু (৩২)।
র‌্যাব ক্যাম্প সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের চণ্ডিবের ১০ নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকায় আসামী আমির হামজার নিজ বাড়ির বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির উত্তর পার্শ্বের দক্ষিন মুখি টিনের দোচালা ঘরের মধ্যবর্তী রুমে অভিযান পরিচালনা করে ঘরে লুকিয়ে রাখা ২শ ৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেন্সিডিল, ২শ ৯ বোতল স্কাফ এবং ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্কাছ আলী জানান, আসামী আমির হামজা উরুফে বাঘা বাবু ফেন্সিডিল, গাঁজা, বিদেশী মদ, স্কাফ সংগ্রহ করে তা রুমে সংরক্ষণ করে ঢাকা’সহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।