ভৈরবে র‍্যাবের অভিযানে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক


admin প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৩, ৬:৫৬ পূর্বাহ্ন /
ভৈরবে র‍্যাবের অভিযানে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে অভিযান চালিয়ে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ মো. সাব্বির মিয়া (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
আটককৃত সাব্বির ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কাশিনগর এলাকার মো. আবু সায়েদ মিয়ার ছেলে। সে বর্তমান ভৈরব পৌর শহরের পঞ্চবটি ঈদগাহ এর পিছনে আরমান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।
র‍্যাব সূত্রে জানা যায়, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ এপ্রিল মঙ্গলবার ভোর সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের পঞ্চবটি বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. সাব্বির মিয়া কে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
র‍্যাব আরো জানায়, আসামী সাব্বির দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ও স্কাফ সংগ্রহ করে ভৈরবসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব।