# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে ধান কেটে বাড়ি ফেরার পথে রাস্তায় বজ্রপাতে আজিজুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার ২৭ এপ্রিল সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি কালিকাপ্রসাদ ইউনিয়নের আর্দশপাড়া গ্রামের পূর্বপাড়ার মৃত আহম্মদ মিয়ার ছেলে।
এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল সেন্টু বলেন, আজিজুল ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করত।
প্রতিদিনের মত ধান কাটতে আজ সকালেও সে জোয়ানশাহী হাওরে যায় । কাজ শেষে হাওর থেকে সন্ধ্যায় পায়ে হেটে বাড়ি ফেরার পথে রাস্তায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
আপনার মতামত লিখুন :